ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

সিলেটে ছুরিকাঘাতে যুবক খুন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট     | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৯ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০২৩
সিলেটে ছুরিকাঘাতে যুবক খুন প্রতীকী ছবি

সিলেট: সিলেটের দক্ষিণ সুরমায় কদমতলী কেন্দ্রীয় বাস টার্মিনালের তাজমহল রেস্টুরেন্টের সামনে মোরশেদ আহমদ (২৮) নামে এক যুবক খুন হয়েছেন।  

শুক্রবার (১৫ সেপ্টেম্বর) রাতে এ ঘটনা ঘটে।

 

নিহত মোরশেদ জেলার গোয়াইনঘাট উপজেলার ফতেহপুর এলাকার আব্দুল লতিফের ছেলে। পেশায় তিনি বাসচালকের সহকারী (হেলপার) ছিলেন।

জানা গেছে, পূর্ব শত্রুতার জের ধরে মোরশেদকে এলোপাতাড়ি ছুরি দিয়ে গলার নিচে ও বাম উরুতে আঘাত করে দুর্বৃত্তরা। স্থানীয়রা তাকে রক্তাক্ত উদ্ধার করে প্রথমে জেলা নগরের ইবনে সিনা হাসপাতালে ও পরে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে পরীক্ষা-নিরীক্ষা করে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সিলেট মহানগর পুলিশের দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুদ্দোহা (পিপিএম) ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বাংলাদেশ সময়: ১৬৫৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০২৩
এনইউ/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।