ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

আলফাডাঙ্গায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট     | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০২৩
আলফাডাঙ্গায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার সৈয়দ ইকবাল

ফরিদপুর: ফরিদপুরের আলফাডাঙ্গায় চার বছরের সশ্রম কারাদণ্ডের সাজাপ্রাপ্ত ও ১৬ লাখ টাকা অর্থদণ্ডের মামলায় সৈয়দ ইকবাল (৫২) নামে পলাতক এক সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।  

রোববার (১৭ সেপ্টেম্বর) দুপুরে ইকবালকে ফরিদপুরের আদালতে পাঠানো হয়েছে।

 

গতকাল শনিবার (১৬ সেপ্টেম্বর) রাতে তথ্যপ্রযুক্তির সহায়তায় ঢাকার মোহাম্মদপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।  

ইকবাল আলফাডাঙ্গা উপজেলার টগরবন্দ ইউনিয়নের মালা গ্রামের বাসিন্দা।

আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবু তাহের বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, ইকবাল চুয়াডাঙ্গার আলমডাঙ্গা থানার একটি মামলায় বৈদেশিক কর্মসংস্থান ও অভিবাসী আইন-২০১৩ এর ৩১ ধারায় চার বছরের সশ্রম কারাদণ্ডের সাজাপ্রাপ্ত এবং ১৬ লাখ টাকা অর্থদণ্ড মামলার আসামি। তাকে রোববার দুপুরে ফরিদপুরের আদালতে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪২০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।