ঢাকা, মঙ্গলবার, ৭ শ্রাবণ ১৪৩২, ২২ জুলাই ২০২৫, ২৬ মহররম ১৪৪৭

জাতীয়

মিরপুরে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের অভিযান চলছে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৩১, সেপ্টেম্বর ১৮, ২০২৩
মিরপুরে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের অভিযান চলছে

ঢাকা: ভোক্তাদের নিরাপদ খাদ্য নিশ্চিত করার লক্ষ্যে হঠাৎ রাজধানীর মিরপুর-১ নম্বর গোলারটেক এলাকার নিউ প্রিন্স বেকারিতে অভিযান চালাচ্ছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ।  

সোমবার (১৮ সেপ্টেম্বর) দুপুর ১টা ৫০ মিনিটে রাজধানীর মিরপুর-১ নম্বর গোলারটেক এলাকায় এই অভিযান শুরু হয়।

অভিযানটি পরিচালনা করছেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইশরাত ছিদ্দিকা।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ইশরাত ছিদ্দিকা বলেন, নিরাপদ খাদ্য নিশ্চিত করতে আমাদের নিয়মিত অভিযানের অংশ হিসেবে আজ এখানে অভিযানটি পরিচালিত হচ্ছে। আমরা ঘুরে ঘুরে এখানকার কারখানায় তৈরি করা খাদ্য ও পণ্যগুলোর মান যাচাই করে দেখছি। বিস্তারিত অভিযান শেষে জানানো হবে।  

বাংলাদেশ সময়: ১৪৩০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০২৩
এমএমআই/এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।