ঢাকা, বৃহস্পতিবার, ১৬ শ্রাবণ ১৪৩২, ৩১ জুলাই ২০২৫, ০৫ সফর ১৪৪৭

জাতীয়

গুলবাগে ছুরিকাঘাতে যুবক আহত

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৩২, সেপ্টেম্বর ১৮, ২০২৩
গুলবাগে ছুরিকাঘাতে যুবক আহত ছুরিকাঘাতে আহত শ্রাবণ

ঢাকা: রাজধানীর শাহজাহানপুরের গুলবাগে ছুরিকাঘাতে শ্রাবণ (২০) নামে এক যুবক আহত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

রোববার (১৭ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে গুলবাগ রেললাইনের পাশে এ ঘটনা ঘটে।  

শ্রাবণকে হাসপাতালে নিয়ে আসা বন্ধু পরান গাজী জানান, তিনি থাকেন গুলবাগ এলাকাতেই। আগে মৌচাক মার্কেটে একটি দোকানে চাকরি করলেও বর্তমানে বেকার। সন্ধ্যায় গুলবাগ রেললাইনের পাশে বসে ৮-১০ জন বন্ধু মিলে আড্ডা দিচ্ছিলেন। তখন একই এলাকার তানভির, মুস্তাকিনসহ ১৪-১৫ জন যুবক এসে শ্রাবণকে মারধর শুরু করে। একপর্যায়ে তার গলার বাম পাশে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। রক্তাক্ত অবস্থায় দ্রুত শ্রাবণকে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়।

তিনি আরও জানান, ছুরিকাঘাতের ঘটনার আধাঘণ্টা আগে একই জায়গায় একটি হাতাহাতির ঘটনা ঘটে। শ্রাবণ ওই পক্ষের একজনকে থাপ্পড় মেরেছিলো। সেই ঘটনার রেশ ধরেই তারা দল নিয়ে এসে শ্রাবণের ওপর আক্রমণ চালায় এবং ছুরিকাঘাত করে।

চিকিৎসকের বরাত দিয়ে ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, তার অবস্থা গুরুতর। জরুরি বিভাগে তার অস্ত্রোপচার চলছে। ঘটনাটি থানা পুলিশকে জানানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪৩২ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০২৩
এজেডএস/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।