ঢাকা, বুধবার, ১৩ ফাল্গুন ১৪৩১, ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ২৬ শাবান ১৪৪৬

জাতীয়

ব্রাহ্মণবাড়িয়ায় বেশি দামে আলু বিক্রি, ৩ ব্যবসায়ীকে জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০২৩
ব্রাহ্মণবাড়িয়ায় বেশি দামে আলু বিক্রি, ৩ ব্যবসায়ীকে জরিমানা

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ায় সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে আলু বিক্রি করায় ও রসিদ না থাকায় তিন আলু ব্যবসায়ীকে জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।  

সোমবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে শহরের সবচেয়ে বড় পাইকারি বাজার আনন্দবাজারে অভিযান পরিচালিত হয়।

এ সময় নানা অসংগতি থাকায় তাদের ১১ হাজার টাকা জরিমানা করা হয়েছে।  

জরিমানা করা প্রতিষ্ঠানগুলো হলো- আনোয়ারা এন্টারপ্রাইজ, মেসার্স ফজলুল হক, তামান্না বাণিজ্যিক কার্যালয়।

অভিযান শেষে ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ মেহেদি হাসান জানান, বাজার স্থিতিশীল রাখতে সরকার আলু, পেঁয়াজ এবং ডিমের মূল্য নির্ধারণ করে দিয়েছে। সরকারের সিদ্ধান্ত বাস্তবায়নে এ অভিযান পরিচালিত হয়েছে।  

এ সময় অতিরিক্ত মূল্যে আলু বিক্রি করায় আনোয়ারা এন্টারপ্রাইজকে ৪ হাজার টাকা, মেসার্স ফজলুল হককে দুই হাজার টাকা এবং রসিদ না থাকায় তামান্না বাণিজ্যিক কার্যালয়কে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।  

তিনি আরও জানান, এ ধরনের কাজ থেকে বিরত থাকতে সব ব্যবসায়ীদের সচেতন হওয়ার পাশাপাশি সতর্ক করা হয়েছে। কেউ যাতে অসাধু উদ্দেশ্যে নিয়ে বাজার অস্থিতিশীল করতে না পারে সেজন্য আমাদের অভিযান অব্যাহত থাকবে।

বাংলাদেশ সময়: ১৪৫৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০২৩
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।