ঢাকা, বুধবার, ১৩ ফাল্গুন ১৪৩১, ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ২৬ শাবান ১৪৪৬

জাতীয়

বান্দরবানে ৫৭২ লিটার দেশিয় মদসহ তিন কারবারি আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৯ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০২৩
বান্দরবানে ৫৭২ লিটার দেশিয় মদসহ তিন কারবারি আটক

বান্দরবান: ৫৭২ লিটার দেশিয় চোলাই মদসহ তিন মাদক কারবারিকে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন-২)।

সোমবার (১৮ সেপ্টেম্বর) ভোর সাড়ে ছয়টায় বান্দরবানের সুয়ালক ইউনিয়নের মাঝেরপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।

আটকরা হলেন চট্টগ্রামের আনোয়ারা থানার বাসিন্দা মো. লিটন (৩০), বান্দরবানের কুহালং ইউনিয়নের মো. রানা (২১) ও সুয়ালক ইউনিয়নের মংসাই (৩৫)।

আর্মড পুলিশ ব্যাটালিয়ন জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) আলী আহমদ খানের নির্দেশনায় সুয়ালক ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডের মাঝেরপাড়া বাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় একটি মিনি পিকআপ তল্লাশি করে ৫৭২ লিটার দেশিয় চোলাই মদ জব্দ করা হয়। এর আনুমানিক বাজার মূল্য প্রায় দুই লাখ ২৯ হাজার টাকা।

এপিবিএন আরও জানায়, এই ঘটনায় মো. ইসমাঈল (৩০) নামে এক আসামি পলাতক রয়েছেন। তাকে আটকে কাজ শুরু করছে এপিবিএন।

এপিবিএন অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) আলী আহমদ খান বলেন, আটক আসামিদের বিরুদ্ধে বান্দরবান সদর থানার মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭২৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০২৩
এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।