ঢাকা, বুধবার, ১৩ ফাল্গুন ১৪৩১, ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ২৬ শাবান ১৪৪৬

জাতীয়

রংপুরে দুই পক্ষের সংঘর্ষ, ৩শ জনের নামে মামলা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৪৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০২৫
রংপুরে দুই পক্ষের সংঘর্ষ, ৩শ জনের নামে মামলা পুড়িয়ে দেওয়া বাড়ি

রংপুর: পীরগাছা উপজেলায় হিজবুত তাওহীদের কর্মীদের সঙ্গে এলাকাবাসীর সংঘর্ষের ঘটনায় ৩৯ জনের নাম উল্লেখসহ ৩শ জনকে আসামি করে মামলা হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এদিকে এ ঘটনায় এলাকায় এখনো থমথমে অবস্থা বিরাজ করছে। ফের সংঘর্ষ ঠেকাতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত সোমবার সকাল ৮টার দিকে উপজেলার পারুল ইউনিয়নের নাগদাহ সিদাম এলাকায় হিজবুত তাওহীদের ৫০ জন কর্মী একটি গোপন বৈঠক করছিলেন। বৈঠকের খবর পেয়ে এলাকাবাসী সেখানে গিয়ে বাধা দিলে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে সংঘর্ষ শুরু হয়।

সংঘর্ষের সময় লাঠিসোটা ও ধারালো অস্ত্র নিয়ে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। উত্তেজিত জনতা হিজবুত তাওহীদের কর্মী মুসলিম, জিল্লাল, আব্দুল কুদ্দুছ শামীম ও তসলিমের বাড়িতে আগুন লাগিয়ে দেয়। একই সঙ্গে আমিরুল ইসলাম ও আবুল কালামের বাড়ি ভাঙচুর করা হয়। সংঘর্ষ চলাকালে ২০টি মোটরসাইকেল পুড়িয়ে দেওয়া হয়।

সংঘর্ষে ১৫ জন আহত হয়। যাদের মধ্যে চারজনকে আশঙ্কাজনক অবস্থায় রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সংঘর্ষের খবর পেয়ে পুলিশ, সেনাবাহিনী ও ডিবি পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

পুলিশের অভিযানে লালমনিরহাট, নড়াইল ও রংপুরসহ বিভিন্ন জেলার সাতজনকে আটক করা হয়। মঙ্গলবার দুপুরে ঘটনাস্থল থেকে পুড়ে যাওয়া ১৪টিসহ মোট ১৯টি মোটরসাইকেল জব্দ করে পুলিশ।

এ ঘটনায় মিজানুর রহমান বাদী হয়ে ৩৯ জনের নাম উল্লেখসহ ৩শ জনকে অজ্ঞাত নামীয় আসামি করে একটি মামলা করেন।

এ ব্যাপারে পীরগাছা থানার ওসি নুরে আলম সিদ্দিকী বলেন, সংঘর্ষের ঘটনায় ৩৯ জনের নাম উল্লেখসহ ৩শ জন অজ্ঞাতনামা ব্যক্তির বিরুদ্ধে মামলা হয়েছে। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।

বাংলাদেশ সময়: ০২৪২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০২৫
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।