ঢাকা, বুধবার, ১৩ ফাল্গুন ১৪৩১, ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ২৬ শাবান ১৪৪৬

জাতীয়

ফেনীতে গণেশ পূজায় হাজারো ভক্তের ঢল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০২৩
ফেনীতে গণেশ পূজায় হাজারো ভক্তের ঢল

ফেনী: ফেনীতে অষ্টম বারের মতো সর্বজনীন গণেশ পূজা উদযাপন ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।  

মঙ্গলবার জয়কালী মন্দির প্রাঙ্গণে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করা হয়েছে।

পূজা উপলক্ষে হাজারো ভক্তের ঢল নামে।

এতে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন ফেনী সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শুসেন চন্দ্র শীল। গণেশ পূজা উদযাপন কমিটি ফেনীর (ভারপ্রাপ্ত) সভাপতি বাবুল দেবনাথের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি শুকদেব নাথ তপন, জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক অনিল নাথ ও জয়কালী মন্দির কমিটির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার তপন কুমার দাস।

অনুষ্ঠানে সঞ্চালনা করেন গণেশ পূজা উদযাপন কমিটির সারথী নয়ন মজুমদার। স্বাগত বক্তব্য রাখেন গণেশ পূজা উদযাপন কমিটি ফেনীর ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক পলাশ নাথ বৃত্ত।

শুরুতে মঙ্গল প্রদীপ প্রজ্বলন ও পূজার মাহাত্ম্য নিয়ে একটি থিম উপস্থাপিত হয়। যা ভক্ত ও দর্শনার্থীরা উপভোগ করেন।  

এর আগে দুপুরে ভক্তের মাঝে প্রসাদ বিতরণ ও মাতৃ ও পিতৃ পূজা করেন সারথীরা। সকালে মন্দিরে গণেশ পূজা শেষে পুরোহিত পুষ্পাঞ্জলি দেন পুজারীদের মাঝে।

গত সোমবার বিকেলে গণেশ পূজার শুভ অধিবাস ও গঙ্গা আহ্বানের মধ্য দিয়ে শুরু হয়। পরে একই দিন শিক্ষার্থীদের অংশগ্রহণে গীতাপাঠ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। আর মঙ্গলবার রাতে আরতির মধ্য দিয়ে সম্পন্ন হয় গণেশ চতুর্থী।  

বাংলাদেশ সময়: ১০৫৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০২৩
এসএইচডি/এসআইএস 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।