ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

চাঁপাইনবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় দুই অটোরিকশাযাত্রী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০০ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০২৩
চাঁপাইনবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় দুই অটোরিকশাযাত্রী নিহত

চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার পুষ্কুনি এলাকায় পাওয়ার টিলার ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) দুপুরে কানসাট-চৌডালা সড়কের পুষ্কুনি নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে একজনের পরিচয় জানা গেছে। তিনি হলেন শিবগঞ্জ উপজেলার গাজীপুর বারিকবাজার এলাকার মৃত ইসকত আলীর স্ত্রী খলেশ বেগম (৭০)।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চৌধুরী জোবায়ের হোসেন জানান, যাত্রী বোঝাই একটি অটোরিকশা কানসাট অভিমুখে আসছিল এসময় বিপরীত দিকে আসা একটি পাওয়ার টিলারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশার দুই যাত্রী ঘটনাস্থলেই মারা যান। এদের মধ্যে একজনের নাম পরিচয় জানা গেলেও অন্যজনের ঠিকানা জানা যায়নি।

খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে গেছে। দুর্ঘটনার শিকার অটোরিকশাটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তবে পাওয়ার টিলারটি নিয়ে পালিয়ে গেছে চালক। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

বাংলাদেশ সময়: ১৪০০ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০২৩
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।