ঢাকা: নগর পরিকল্পনা শুধু নগরপিতাদের বিষয় নয় বলে উল্লেখ করেছেন লেখক এবং গবেষক অধ্যাপক ড. সলিমুল্লাহ খান।
বুধবার (২৬) সন্ধ্যায় রাজধানীর গুলশানে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন কার্যালয়ে অনুষ্ঠিত ‘শহরের ভাষা-নগরের আড্ডা’ শীর্ষক সংলাপে মুখ্য আলোচক হিসেবে বক্তব্য দেন তিনি।
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজের সভাপতিত্বে সংলাপে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) মহাপরিচালক ফারুক ওয়াসিফ, বাংলাদেশ শর্টফিল্ম ফোরামের সভাপতি জহিরুল ইসলাম কচি, কন্টেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদির।
সলিমুল্লাহ খান বলেন, শামসুজ্জামান খান নামে বাংলা একাডেমির একজন মহাপরিচালক ছিলেন, তার ফেসবুকের প্রতিটা স্ট্যাটাসে ২০টা করে বানান ভুল থাকতো। তাহলে তিনি বাংলা একাডেমির পরিচালক হলেন কীভাবে? আমাদের দেশের যোগ্য লোকের অভাব থাকতে পারে, কিন্তু অযোগ্য লোকের অভাব নেই। বেছে বেছে অযোগ্য লোকদের আপনি কি যোগ্যতার আসনে বসাবেন?
তিনি বলেন, কৃষি এবং শিল্পের যদি ভারসাম্য না থাকে তাহলে কিছুই হবে না। মাও সে তুং বিপ্লবের পরে খুব পরিষ্কার করে বলতেন, হাঁটতে গেলে দুইটা পা লাগে, একটা হচ্ছে শিল্প আর একটা হচ্ছে কৃষি। আমাদের কৃষকরা কি প্রকৃত মূল্য পায়? শহরে আমরা সেগুলো কী পরিমাণ দামে ক্রয় করি? মাঝখানে অনেক ঘটনা ঘটে যায়। শহর-সম্প্রসারণের ফলে গ্রামগুলো ঝুঁকির মধ্যে আছে।
সলিমুল্লাহ খান আরও বলেন, আমার কথা হচ্ছে নগর পরিকল্পনা করতে হলে, রাস্তার পরিকল্পনা যেমন করতে হবে, গাড়ির পরিকল্পনাও করতে হবে। আমাদের নদী পথে যোগাযোগ ছিল অনেক কম ব্যয়বহুল। এখন বরিশালে তিনটা লঞ্চও যায় না। যেহেতু পদ্মা সেতু করা হয়েছে। কম ব্যয়বহুল পথগুলো আমরা বন্ধ করে দিয়েছি।
তিনি বলেন, নগর পরিকল্পনা শুধু নগরপিতাদের ব্যাপার নয়। এটা দেশপিতাদের ব্যাপার। নগরে বিভিন্ন শ্রেণিপেশার মানুষ থাকবে। শ্রম বিভাজন থাকবে। আমরা গ্রামের সাথে শহরের যদি যোগাযোগ বিচ্ছিন্ন করে দেই তাহলে শহর মরে যাবে। সমগ্র দেশ নিয়ে পরিকল্পনা না করলে শুধু শহরকে নিয়ে পরিকল্পনা করতে পারবেন না।
বাংলাদেশ সময়: ২১২৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০২৫
আরকেআর/এমজেএফ