ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

জুনায়েদের আকাশ ছোঁয়ার স্বপ্ন পূরণ 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০২৩
জুনায়েদের আকাশ ছোঁয়ার স্বপ্ন পূরণ  জুনায়েদ

কক্সবাজার: টিকিট, ভিসা, পাসপোর্ট ছাড়া প্লেনে উঠে পড়া শিশু জুনায়েদ মোল্লার (১১) স্বপ্ন পূরণে এগিয়ে এসেছে ওয়ালটন।

এবার সেই জুনায়েদ ঢাকা থেকে বিমানে চড়ে এল পর্যটন শহর কক্সবাজার।

পেয়েছে এখানে ঘুরে বেড়ানো এবং অভিজাত হোটেলে রাত্রি যাপনের সুযোগ।  

বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে একটি ফ্লাইটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কক্সবাজার বিমানবন্দরে এসে পৌঁছায় জুনায়েদ মোল্লা ও তার চাচা ইউসুফ মোল্লা। এরপর তাকে নিয়ে যাওয়া হয় হোটেলে।

জুনায়েদ গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের পারইহাটি গ্রামের সবজি ব্যবসায়ী ইমরান মোল্লার ছেলে।

জুনায়েদ বলেছে, ‘বিমানে চড়ার খুব ইচ্ছে ছিল আমার। তাই সেদিন সবার চোখ ফাঁকি দিয়ে বিমানে উঠেছিলাম। কিন্তু আমাকে নামিয়ে দেওয়া হলো।

আজ আমার বিমানে চড়ার স্বপ্ন পূরণ করেছে ওয়ালটন। আমার খুব ভালো লাগগছে। এজন্য আমি ওয়ালটনকে ধন্যবাদ।  

জুনায়েদের চাচা ইউসুফ মোল্লা বলেন, ‘আমার ভাতিজার কারণে আমাররও জীবনে প্রথম বিমানে চড়ার সুযোগ হলো। আমার ভাতিজা জুনায়েদের স্বপ্ন পূরণ হলো।

গত ১২ সেপ্টেম্বর কুয়েতগামী কুয়েত এয়ারওয়েজের রাত ৩টা ১০ মিনিটের ফ্লাইটে (কেইউ-২৮৪) উঠে পড়ে শিশুটি। প্লেনের সিটে এক ঘণ্টার মতো বসার পর ওই সিটের যাত্রী আসার পর তাকে সিট থেকে তুলে দেওয়া হয়। তখন প্লেনের আর কোনো সিট ফাঁকা ছিল না। এসময় কেবিনক্রুদের নজরে আসে বিষয়টি। তারা তখন দেখেন, টিকিট, ভিসা, পাসপোর্ট, বোর্ডিং পাস ছাড়াই শিশুটি প্লেনে উঠে পড়েছে। তখন তাকে প্লেন থেকে নামিয়ে দেওয়া হয়। পরে তাকে বিমানবন্দর থানা হেফাজতে রাখা হয়। সেখান থেকে পরিবারের কাছে দেওয়া হয় জুনায়েদকে।  

বাংলাদেশ সময়: ১৭৩০ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০২৩
এসবি/এসআইএস 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।