ঢাকা, রবিবার, ২৮ বৈশাখ ১৪৩১, ১২ মে ২০২৪, ০৩ জিলকদ ১৪৪৫

জাতীয়

ছোবল খেয়ে সাপসহ হাসপাতালে ছুটে এলেন রোগী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪১ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০২৩
ছোবল খেয়ে সাপসহ হাসপাতালে ছুটে এলেন রোগী

বান্দরবান: বান্দরবানে সাপের ছোবল খেয়ে জীবিত সাপ সঙ্গে ধরে নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন সৈকত আলী (৩৪) নামে এক যুবক।

বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) সকাল ১০টায় বান্দরবান সদর হাসপাতালে ভর্তি হন তিনি।

আহত সৈকত চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার শীলঘাটা এলাকার কবির আহম্মদের ছেলে।

সৈকত আলীর ভাগিনা মো. জিন্নাত আলী জানান, তার মামা সৈকত সকালে শ্রমিকের কাজ করতে পাশের এলাকায় যান। সেখানে বাঁশের একটি আঁটি কাঁধে নিলে একটি সাপ তার গলার পেছনে ছোবল দেয়। এ সময় তার মামা কামড় দেওয়া সাপটি ধরে ফেলেন এবং সকাল সাড়ে ১০টায় সেটিসহ গিয়ে বান্দরবান হাসপাতালে ভর্তি হন।

বান্দরবান সদর হাসপাতালের চিকিৎসক ডা. কাউছার সুলতানা জানান, সাপেকাটা রোগী সৈকত আলীকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। শারীরিক অবস্থার অবনতি হলে প্রয়োজনীয় চিকিৎসা সেবা দেওয়া হবে। তবে সাপটি অতি-বিষাক্ত নয় বলে ধারণা করা হচ্ছে।

প্রসঙ্গত, গত আগস্ট থেকে এ পর্যন্ত সাপের ছোবল খেয়ে বান্দরবান সদর হাসপাতালে অন্তত ১০ জন রোগী চিকিৎসা নিয়েছেন।

বাংলাদেশ সময়: ১১৪০ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০২৩
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।