ঢাকা, শনিবার, ২১ বৈশাখ ১৪৩১, ০৪ মে ২০২৪, ২৪ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ফেনীতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০২৩
ফেনীতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত প্রতীকী ছবি

ফেনী: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দুর্ঘটনায় মো. রাসেল (৩২) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে ফেনীর রামপুর রাস্তার মাথায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রাসেল কুমিল্লার দেবিদ্বার উপজেলার সরকার বাড়ির মুজিবুর রহমান সরকারের ছেলে।

পুলিশ জানায়, মোটর সাইকেল চালক মো. রাসেল কুমিল্লা থেকে চট্টগ্রাম যাওয়ার পথে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর রামপুর রাস্তার মাথায় দুর্ঘটনার শিকার হন। মো. দেলোয়ার হোসেন নামে এক পথচারী রাসেলকে রাস্তার পাশ থেকে আহত অবস্থায় উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। বর্তমানে তার মরদেহ ফেনী জেনারেল হাসপাতালে রয়েছে। তবে কীভাবে দুর্ঘটনা ঘটেছে তা এখনও জানা যায়নি।

মহিপাল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে এক মোটরসাইকেল চালক মারা যাওয়ার তথ্য নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৫০৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০২৩ 
এসএইচডি/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।