ঢাকা, বৃহস্পতিবার, ৮ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

গুলবাগে যুবককে কুপিয়ে আহত

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০২৩
গুলবাগে যুবককে কুপিয়ে আহত আহত যুবক

ঢাকা: রাজধানীর মালিবাগ গুলবাগ এলাকায় ধারালো অস্ত্রের আঘাতে ইয়াছিন রহমান জয় (২৩) নামে এক যুবক গুরুতর আহত হয়েছেন।

বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) রাত সোয়া ১০টার দিকে গুলবাগ ক্লাব মসজিদের সামনে এ ঘটনা ঘটে।

আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেলে নিয়ে আসেন তার বন্ধুরা।

আহত জয়ের বন্ধু সাহাবুদ্দিন হোসেন সাকিব জানান, রাত ১০টার দিকে এলাকার সানজিদ, সুমন, মামুন তাদের এক ছোট ভাই সিয়ামকে মারধর করে। খবর পেয়ে কয়েকজন বন্ধু এর প্রতিবাদ করে এবং সানজিদদের সঙ্গে ধাক্কাধাক্কি হয়। তখন জয়কে ফোন দিয়ে বিষয়টি জানালে সে গুলবাগ ক্লাব মসজিদের সামনে আসে। তখন জয়কে একা পেয়ে রামদা দিয়ে কুপিয়ে আহত করে পালিয়ে যায়।  

আহত জয় জানান, ঘটনার কিছুই তিনি জানতেন না। বন্ধুর ফোন পেয়ে তাদের কাছে যাচ্ছিলেন। এ সময় সানজিদ, সুমন, মামুন, রাহাত, আল-আমিন তাকে রামদা দিয়ে কুপিয়ে আহত করে।

আহত জয়ের বাসা শাহজাহানপুর গুলবাগ এলাকায়। বাবার নাম সানোয়ার হোসেন। মৌচাক মার্কেটে তাদের ব্যবসা প্রতিষ্ঠান আছে। তিনি শাহজাহানপুর ১২ নম্বর ওয়ার্ড ছাত্রলীগ কর্মী বলে দাবি করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, গুলবাগ এলাকা থেকে আহত অবস্থায় এক যুবককে ঢাকা মেডিকেলে নিয়ে আসেন তার বন্ধুরা। আহতের পিঠে, ডান পায়ে ধারালো অস্ত্রের গুরুতর আঘাত রয়েছে।  

বাংলাদেশ সময়: ১৫১৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০২৩
এজেডএস/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।