ঢাকা, শনিবার, ১৫ আষাঢ় ১৪৩১, ২৯ জুন ২০২৪, ২১ জিলহজ ১৪৪৫

জাতীয়

‘তোমাদের আরিফ ভাইয়া’ কিশোর গ্যাং গ্রুপের প্রধানসহ গ্রেপ্তার ৪ 

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২২ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০২৩
‘তোমাদের আরিফ ভাইয়া’ কিশোর গ্যাং গ্রুপের প্রধানসহ গ্রেপ্তার ৪ 

ঢাকা: মিরপুরের কিশোর গ্যাং ‘তোমাদের আরিফ ভাইয়া’ প্রধান মো. আরিফ মিয়াকে (২৩) তিন সহযোগীসহ গ্রেপ্তার করেছে মিরপুর মডেল থানা পুলিশ। তিনি মিরপুরের কিশোর গ্রুপের প্রধান।

 

সোমবার (২৫ সেপ্টেম্বর) মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসিন তাদের গ্রেপ্তারের তথ্য জানিয়েছেন।  

গ্রেপ্তাররা হলেন, হৃদয় (২০), মো. আলম (১৯) এবং মো. রমজান (১৯)।  

মোহাম্মদ মহসিন জানান,গতকাল রোববার রাতে মিরপুর জার্মান টেকনিক্যালের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়।  

তিনি বলেন, গ্রেপ্তার আরিফ মিরপুরের চিহ্নিত কিশোর গ্যাং প্রধান। তার দলের নাম তোমাদের আরিফ ভাইয়া। দলবল নিয়ে বিভিন্ন স্থানে মারামারি করা, আতঙ্ক সৃষ্টি করাই তাদের কাজ। তার গ্রুপে ১০-১২ জন সদস্য রয়েছেন। তারা মেসেজের মাধ্যমে নিজেদের মধ্যে যোগাযোগ করেন। গ্রুপের কোন সদস্য কোথাও আক্রান্ত হলে বাকিরা ছুরি, লাঠি নিয়ে সেখানে হামলা করেন। আরিফ নিজেই এই গ্যাং পরিচালনা করেন। গ্যাংয়ের প্রধান হিসেবে তিনি নিজে গলায় ‘তোমাদের আরিফ ভাইয়া’ নামে ট্যাটুও করেছেন। গতকাল রাতে তারা ছুরি, চাকু সঙ্গে দলবল নিয়ে আরেকজনকে মারতে যাচ্ছিলেন।  

গোপন সংবাদের ভিত্তিতে মিরপুর মডেল থানার  জার্মান ট্যাকনিক্যালের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়। পরে তাদের কাছ থেকে তিনটি চাকু উদ্ধার করা হয় বলে জানান এই কর্মকর্তা।  

বাংলাদেশ সময়: ১১১৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০২৩
এজেডএস/এসআইএস 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।