ঢাকা, শনিবার, ১ অগ্রহায়ণ ১৪৩১, ১৬ নভেম্বর ২০২৪, ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

‘ব্ল্যাক সুমন’সহ যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ২ আসামি গ্রেপ্তার

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০২৩
‘ব্ল্যাক সুমন’সহ যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ২ আসামি গ্রেপ্তার

ঢাকা: মাদক মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত দুই আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাব। গ্রেপ্তার আসামিরা হলেন, বাবলু মোল্যা ও সুমন ওরফে ব্ল্যাক সুমন।

 

রোববার (২৪ সেপ্টেম্বর) ও সোমবার ফরিদপুর জেলার নগরকান্দা ও মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। র‍্যাব-১০ এর অধিনায়ক (সিও) অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ ফরিদ উদ্দিন বাংলানিউজকে বিষয়টি জানিয়েছেন।  

তিনি জানান, সোমবার ফরিদপুর জেলার নগরকান্দা থানার কাইচাইল এলাকায় অভিযান চালিয়ে ভাঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের করা মামলার আসামি মো. বাবলু মোল্যাকে গ্রেপ্তার করা হয়। এই মামলায় আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ড এবং ২০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন। তিনি পলাতক ছিলেন।  
 
রোববার দুপুরে মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর থানাধীন ভাগ্যকুল এলাকায় আরেক অভিযান  চালিয়ে রাজধানীর কদমতলী থানার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের করা মামলায় আদালত কর্তৃক যাবজ্জীবন সাজাপ্রাপ্ত দীর্ঘদিন পলাতক আসামি মো. সুমন ওরফে ব্ল্যাক সুমনকে গ্রেপ্তার করা হয়।  

র‍্যাবের এই কর্মকর্তা জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তাররা যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি বলে স্বীকার করেছেন। তারা মামলা দায়েরের পর থেকে ফরিদপুরের ভাঙ্গা ও মুন্সিগঞ্জের শ্রীনগরসহ দেশের বিভিন্ন এলাকায় আত্মগোপন করেছিলেন।  

গ্রেপ্তার আসামিদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।  

বাংলাদেশ সময়: ১৪৩৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০২৩
এসজেএ/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।