ঢাকা, বুধবার, ২৮ কার্তিক ১৪৩১, ১৩ নভেম্বর ২০২৪, ১১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

শায়েস্তাগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ে নতুন ভবন উদ্বোধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩২ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০২৩
শায়েস্তাগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ে নতুন ভবন উদ্বোধন

হবিগঞ্জ: হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ে দ্বিতীয় ও তৃতীয় তলা সম্প্রসারিত একাডেমিক ভবনের উদ্বোধন করা হয়েছে।

সোমবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. আবু জাহির এ ভবনের উদ্বোধন করেন।

পরে বিদ্যালয় প্রাঙ্গণে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন তিনি।

জানা গেছে, ৯৭ লাখ টাকা দ্বিতীয় ও তৃতীয় তলা সম্প্রসারণ করেছে সরকারের শিক্ষা প্রকৌশল অধিদপ্তর। একই অনুষ্ঠানে পাঁচ লাখ টাকা ব্যয়ে নির্মিত বিদ্যালয় গেটের উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবিদুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন শায়েস্তাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রশিদ তালুকদার ইকবাল, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজরাতুন নাঈম, ভাইস চেয়ারম্যান মোহাম্মদ গাজীউর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান মুক্তা আক্তার প্রমুখ।

এমপি আবু জাহির প্রধান অতিথির বক্তব্যে শিক্ষাসহ সব ক্ষেত্রে সরকারের উন্নয়নের কথা তুলে ধরে আগামী নির্বাচন নৌকায় ভোট চান। এ সময় উপস্থিত অভিভাবকরা হাত তুলে তাকে সমর্থন জানায়।

বাংলাদেশ সময়: ১৯৩২ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০২৩
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।