ঢাকা, শনিবার, ২৬ বৈশাখ ১৪৩২, ১০ মে ২০২৫, ১২ জিলকদ ১৪৪৬

জাতীয়

সারাদেশে ৯৫ প্রতিষ্ঠানকে জরিমানা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৩৮, সেপ্টেম্বর ২৫, ২০২৩
সারাদেশে ৯৫ প্রতিষ্ঠানকে জরিমানা

ঢাকা: আলু, পেঁয়াজ ও ডিমসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল ও সরবরাহ স্বাভাবিক রাখার লক্ষ্যে সারাদেশে অভিযান পরিচালনা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ সময় ৬০টি বাজারে অভিযান চালিয়ে ৯৫টি প্রতিষ্ঠানকে দুই লাখ ৯৯ হাজার টাকা জরিমানা করা হয়।

সোমবার (২৫ সেপ্টেম্বর) রাতে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায় সরকারি এই তদারকি সংস্থাটি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আলু, পেঁয়াজ ও ডিমসহ নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল ও সরবরাহ স্বাভাবিক রাখার লক্ষ্যে সারাদেশে অভিযান পরিচালনা করা হয়।

এরমধ্যে ঢাকা মহানগরীতে অধিদপ্তরের তিনটি টিম বাজারে অভিযান পরিচালনা করে। এছাড়া অন্যান্য বিভাগীয় শহরসহ দেশের সর্বমোট ৪৬টি জেলায় একযোগে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে সারাদেশে অধিদপ্তরের ৪৮টি টিম কর্তৃক ৬০টি বাজারে ৯৫টি প্রতিষ্ঠানকে দুই লাখ ৯৯ হাজার টাকা জরিমানা করা হয়।

ভোক্তার অধিকার রক্ষায় অধিদপ্তরের এ কার্যক্রম অব্যাহত থাকবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বাংলাদেশ সময়: ২০৩৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০২৩
এসসি/এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।