ঢাকা, শনিবার, ২৭ বৈশাখ ১৪৩২, ১০ মে ২০২৫, ১২ জিলকদ ১৪৪৬

জাতীয়

গাজীপুরে ৪ হাসপাতাল-ক্লিনিককে জরিমানা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩:৪৫, সেপ্টেম্বর ২৫, ২০২৩
গাজীপুরে ৪ হাসপাতাল-ক্লিনিককে জরিমানা

গাজীপুর: গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা চৌরাস্তা এলাকায় ৪টি হাসপাতাল ও ক্লিনিককে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।  

সোমবার (২৫ সেপ্টেম্বর) শ্রীপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আল মামুন এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

 

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, শ্রীপুর উপজেলার মাওনা চৌরাস্তা এলাকায় বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে অভিযান চালান ভ্রাম্যমাণ আদালত। এ সময় শাপলা ডায়াগনস্টিক সেন্টার, পদ্মা ডিজিটাল ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টার, এস আর ইবনে সিনা ডায়াগনস্টিক সেন্টার ও ইসলামিয়া ডায়াগনস্টিক সেন্টারকে ৫ হাজার করে মোট ২০ হাজার টাকা জরিমানা করে। ওই ৪টি হাসপাতাল-ক্লিনিকে লাইসেন্স নবায়ন না থাকায় ও পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্রসহ বিভিন্ন অপরাধে এ জরিমানা করা হয়।  

ভ্রাম্যমাণ আদালতের বিচারক মো. আল মামুন জানান, ৪টি হাসপাতাল-ক্লিনিককে জরিমানা করে সতর্ক করা হয়েছে। এছাড়া ১৫ দিনের মধ্যে কাগজপত্র হালনাগাদ না করলে এসব হাসপাতাল-ক্লিনিক বন্ধ করে দেওয়া হবে।  

শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. সুদেব চক্রবর্তী, উপজেলা সেনিটারি পরিদর্শক ও নিরাপদ খাদ্য পরিদর্শক মো. রফিকুল ইসলাম দুলাল ও শ্রীপুর থানা পুলিশ এ সময় উপস্থিত ছিলেন।  

বাংলাদেশ সময়: ২৩৪৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০২৩ 
আরএস/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।