ঢাকা, শনিবার, ১৫ আষাঢ় ১৪৩১, ২৯ জুন ২০২৪, ২১ জিলহজ ১৪৪৫

জাতীয়

বিএনপি-জামায়াত দেশকে পাকিস্তানের মতো সন্ত্রাসী রাষ্ট্র বানাতে চায়: নাছিম

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২১ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০২৩
বিএনপি-জামায়াত দেশকে পাকিস্তানের মতো সন্ত্রাসী রাষ্ট্র বানাতে চায়: নাছিম

সাতক্ষীরা: বিএনপি জামায়াত বাংলাদেশকে পাকিস্তানের মতো সন্ত্রাসী রাষ্ট্র বানাতে চায় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক কৃষিবিদ আ. ফ. ম বাহাউদ্দিন নাছিম।

সোমবার (২৫ সেপ্টেম্বর) সাতক্ষীরা পিএন হাইস্কুল মাঠে সাতক্ষীরা জেলা স্বেচ্ছাসেবক লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য প্রদানকালে তিনি এই মন্তব্য করেন।

বাহাউদ্দিন নাছিম আরো বলেন, যখনই নির্বাচন আসে বিএনপি-জামায়াত তখন বিদেশিদের কাছে ধরনা দেয়। ষড়যন্ত্রে লিপ্ত হয়। তারা পাকিস্তানের দালাল। বিপরীতে শেখ হাসিনার নেতৃত্ব আজ সারা বিশ্বে সমাদৃত। শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। এজন্য আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগকে পুনরায় ক্ষমতায় আনতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

এর আগে সম্মেলন উদ্বোধন করেন, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি গাজী মেজবাউল হোসেন বাচ্চু।

সাতক্ষীরা জেলা স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক ও সাতক্ষীরা পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র কাজী ফিরোজ হাসানের সভাপতিত্বে সম্মেলনে অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য ও আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলির সদস্য ডা. আ.ফ.ম রুহুল হক, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু, সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি, সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য এসএম জগলুল হায়দার, সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সভাপতি একে ফজলুল হক, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান নজরুল ইসলাম, যুগ্ম সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু প্রমুখ।  

বাংলাদেশ সময়: ৯০১৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০২৩
এম এম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।