ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

নারায়ণগঞ্জের ভুলতায় সড়ক দুর্ঘটনায় নিহত ১

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০২৩
নারায়ণগঞ্জের ভুলতায় সড়ক দুর্ঘটনায় নিহত ১

ঢাকা: নারায়ণগঞ্জের ভুলতার গাউছিয়ায় ট্রাকচাপায় মামুন খান (৩৮) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন।

মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

মামুনকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক বেলা পৌনে ১২টার দিকে তাকে মৃত ঘোষণা করেন। মামুন বরিশালের বাকেরগঞ্জ উপজেলার কৃষ্ণনগর গ্রামের মৃত ওহাব আলী খানের ছেলে। তিনি পরিবার নিয়ে খিলগাঁওয়ের দক্ষিণ বনশ্রীতে থাকতেন।

মামুনকে হাসপাতালে নিয়ে আসা তার ভাতিজা নাদিম খান জানান, এলাকাতে মামুনের ইলেক্ট্রিক পণ্যের ব্যবসা রয়েছে। সকালে চাচা-ভাতিজা মোটরসাইকেল যোগে নরসিংদীর পাচদোনা এলাকায় যাচ্ছিলেন। পথে ভুলতার গাউছিয়া এলাকায় তাদের সামনে চলন্ত একটি প্রাইভেটকার হঠাৎ দিক পরিবর্তন করে। এ সময় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারালে মামুন ছিটকে রাস্তায় পড়ে গেলে একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে মামুনের দুই পা থেতলে যায়। পরে তাকে দ্রুত উদ্ধার করে ঢামেক হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন।

চিকিৎসকের বরাত দিয়ে ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. বাচ্চু মিয়া বাংলানিউজকে সত্যতা নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৪৫৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০২৩
এজেডএস/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।