ঢাকা, শুক্রবার, ১৪ ফাল্গুন ১৪৩১, ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ২৮ শাবান ১৪৪৬

জাতীয়

শীর্ষ সন্ত্রাসী মামুন হত‍্যাচেষ্টা

গণমাধ্যমে সিসিটিভি ফুটেজ প্রচারে অপরাধীরা সতর্ক হয়ে গেছে: ডিসি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০২৩
গণমাধ্যমে সিসিটিভি ফুটেজ প্রচারে অপরাধীরা সতর্ক হয়ে গেছে: ডিসি

ঢাকা: গণমাধ্যমে সিসিটিভি ফুটেজ প্রচার হওয়ায় রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় শীর্ষ সন্ত্রাসী মামুনকে হত্যাচেষ্টার ঘটনায় অপরাধীরা আত্মগোপন করেছে। তবে দ্রুতই তাদের আইনের আওতায় আনা সম্ভব হবে বলে জানিয়েছেন ডিএমপির তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) আজিমুল হক।

 

মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান তিনি।

মামুনকাণ্ড মামলায় আসামিদের গ্রেপ্তার ও তদন্তের অগ্রগতি জানতে চাইলে আজিমুল হক বলেন, তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় অত্যন্ত লোমহর্ষক ঘটনা ঘটেছে। এ ঘটনার পর পুলিশ প্রথম থেকে কাজ করছিল। অগ্রগতিও ছিল। তবে ঘটনার সময়ের একটা সিসিটিভি ফুটেজ মিডিয়া প্রচার হবার পর অপরাধীরা এলার্ট হয়ে গেছে। ইতোমধ্যে আমরা একজনকে ধরতে সক্ষম হয়েছি। আশা করছি, আমরা এ অপরাধে জড়িত সবাইকে ধরতে পারব।

রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় শীর্ষ সন্ত্রাসী ইমন তার প্রতিপক্ষ আরেক শীর্ষ সন্ত্রাসী মামুনকে খুনের পরিকল্পনা করেন। দীর্ঘ ২০ বছর কারাগারে থাকার পর বের হওয়া শীর্ষ সন্ত্রাসী মামুনকে গত ১৮ সেপ্টেম্বর রাতে তেজগাঁও দিয়ে যাবার সময় সন্ত্রাসীরা তাকে উদ্দেশ্য করে গুলি ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করেন।

এতে দুর্বৃত্তদের ছোড়া গুলি লক্ষ্যভ্রষ্ট হয়ে ভুবন চন্দ্র শীল ও মো. আরিফুল নামে দুই পথচারী আহত হন। সোমবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ভুবন চন্দ্র মারা যান।

বাংলাদেশ সময়: ১৯১২ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০২৩
পিএম/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।