ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

তিন মাসের শিশু চুরি করে পুকুর ফেলে হত্যা 

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৫ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০২৩
তিন মাসের শিশু চুরি করে পুকুর ফেলে হত্যা 

সিলেট: সিলেট ঘর থেকে সাহারা বেগম নামে ৩ মাসের এক শিশুকে চুরি করে নিয়ে পুকুরে ফেলে হত্যা করার ঘটনা ঘটেছে।

শুক্রবার (২৯ সেপ্টেম্বর) পৌনে ৮টার দিকে নগরের ৪০ নং ওয়ার্ডের পালপুর আবাসিক এলাকায় ঘর থেকে শিশুকে চুরির ঘটনা ঘটে।

এরপর রাত সাড়ে ১০টার দিকে বাড়ির পুকুর থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।

নিহত সাহারা বেগম পালপুর আবাসিক এলাকার আব্দুল কাইয়ূম ও শাম্মী বেগম দম্পতির সন্তান।  

বাড়ির লোকজন জানান, শাম্মী বেগম প্রকৃতির ডাকে শৌচাগারে গেলে সুযোগ বুঝে শিশু সাহারাকে চুরি করে পালিয়ে যায় দুর্বৃত্তরা।

শিশুটির চাচা আবুল কালাম বলেন, শুক্রবার রাত পৌনে ৮টার দিকে আমার ভাতিজিকে বাসা থেকে কেউ চুরি করে নেয় দুর্বৃত্তরা। তার খোঁজে মসজিদে ও বিভিন্ন স্থানে মাইকিং খোঁজাখুঁজি করা হয়। পরে রাত সাড়ে ১০টায় বাড়ির পুকুরে শিশু সাহারার মরদেহ পাওয়া যায়।

তিনি বলেন, চুরির পর আমার ভাতিজিকে নিয়ে পালাতে না পেরে শ্বাসরোধ করে হত্যার পর মরদেহ পুকুরে ফেলা হয়।

শিশুর বাবা আব্দুল কাইয়ূম বলেন, খরচ আনতে হবিনন্দী বাজারে যাই। হঠাৎ খবর পাই আমার মেয়ে চুরি হয়েছে। তারপর বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেছি কিন্তু কোনো জায়গায় পাইনি। পরে রাত সাড়ে দশটায় আমার পুকুর পার থেকে মেয়ের মরদেহ পাই।

মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) এসএম মাঈন উদ্দিন বলেন, খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থল পরির্দশন করেছি। রাত পৌনে ৮টচার দিকে কে বা কারা ৩ মাসে শিশুকে চুরি করে নিয়ে গেছে বলে খবর পাই। রাত সাড়ে ১০টায় তাদের বাড়ির পুকুর পার থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। মরদেহ ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি।

বাড়ির লোকজনের বিরোধ থেকে শিশুটিকে হত্যা করা হতে পারে বলে ধারণা করছেন বলে জানালেন ওসি।  

বাংলাদেশ সময়: ১৫২৩ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০২৩
এনইউ/এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।