ঢাকা, শনিবার, ১ অগ্রহায়ণ ১৪৩১, ১৬ নভেম্বর ২০২৪, ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

 টুঙ্গিপাড়ায় ‘জনক আমার, নেত্রী আমার’ শীর্ষক সাংস্কৃতিক অনুষ্ঠান 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৬ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০২৩
 টুঙ্গিপাড়ায় ‘জনক আমার, নেত্রী আমার’ শীর্ষক সাংস্কৃতিক অনুষ্ঠান 

গোপালগঞ্জ: গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় আওয়ামী লীগ সভাপ‌তি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭তম জন্মদিন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়ে‌ছে।

শনিবার (৩০ সেপ্টেম্বর) বিকেল ৫টায় টুঙ্গিপাড়া জাতির পিতার সমাধি সৌধ কমপ্লেক্সের সামনের চত্বরে ‘বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা’ কেন্দ্রীয় ক‌মি‌টির উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 

অনুষ্ঠা‌নে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পানিসম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম।

উপমন্ত্রী শামীম ব‌লেন, আ‌গে মানুষ বল‌তো আওয়ামী লীগের জন‌্য শেখ হা‌সিনার দরকার। এখন মানুষ ব‌লে দে‌শের জন‌্য শেখ হা‌সিনার দরকার। আগামী‌তে দেশবাসী আওয়ামী লীগ‌কে ভোট দিয়ে ৫মবা‌রের ম‌তো প্রধানমন্ত্রী বানা‌বে ইনশাল্লাহ।

বিশেষ অতিথি হিসে‌বে বাংলাদেশ আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. শাম্মী আহমেদ, বঙ্গবন্ধু শিশু কি‌শোর মেলার প্রধান পৃষ্ঠ‌পোষক তা‌রিক আফজাল, প্রধান উপ‌দেষ্টা লাকী ইনাম, গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মাহবুব আলী খান, প্রধানমন্ত্রীর অ্যাসাইন‌মেন্ট অফিসার মোহাম্মদ আরিফুজ্জামান নুরনবী, সংগঠ‌নের সাধারণ সম্পাদক শেখ ম‌নিরুজ্জামান লিটন প্রমুখ বক্তব‌্য দেন।

অনুষ্ঠা‌নে সভাপ‌তিত্ব ক‌রেন বঙ্গবন্ধু শিশু কি‌শোর মেলার সভাপ‌তি মিয়া মস‌সেফ।

আলোচনা সভা শেষে জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতায় শতা‌ধিক বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।

পরে সন্ধ্যায় শুরু হয় ‘জনক আমার, নেত্রী আমার’ শীর্ষক সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে স্থানীয় ও জাতীয় পর্যায়ের শিল্পীরা অংশ নেন।

বাংলাদেশ সময়: ১৭৪৮ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০২৩
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।