ঢাকা, মঙ্গলবার, ২০ কার্তিক ১৪৩১, ০৫ নভেম্বর ২০২৪, ০৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ফ্রিজে বাসি-পচা মাংস, মুঘল কাবাবকে ২ লাখ টাকা জরিমানা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১৮ ঘণ্টা, অক্টোবর ১, ২০২৩
ফ্রিজে বাসি-পচা মাংস, মুঘল কাবাবকে ২ লাখ টাকা জরিমানা

ঢাকা: বা‌সি-পচা মাংস ফ্রিজে সংরক্ষণ, ‌মেয়াদ উত্তীর্ণ পণ্য বি‌ক্রি এবং বি‌ভিন্ন পণ্যে প্রস্তুতের তা‌রিখ না থাকায় মুঘল কাবাব হাউজ নামে একটি রেস্তোরাঁকে দুই লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ।

রোববার (১ অক্টোবর) দুপুরে রাজধানীর পল্টনে অবস্থিত রেস্তোরাঁটিতে অভিযান চালায় বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ।

এতে নেতৃত্ব দেন কর্তৃপক্ষের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইশরাত সিদ্দিকা।

অভিযানে দেখা যায়, রেস্তোরাঁটির রান্না ঘরের ফ্রিজে বাসি খাবার ও পচা মাংস মজুদ রাখা। রয়েছে লেবেলবিহীন মেয়াদোত্তীর্ণ খাদ্যদ্রব্য। যে কারণে রেস্তোরাঁটিকে অর্থদণ্ড দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ইশরাত সিদ্দিকা। অনাদায়ে এক মাসের কারাদণ্ডের আদেশ দেন।

এ সময় বাসি-পচা ও মেয়াদোত্তীর্ণ খাবারগুলো জব্দ করা হয়।

এ ব্যাপারে ইশরাত সিদ্দিকা বলেন, রেস্তোরাঁটিতে যেহেতু এটি আমাদের প্রথম অভিযান, তাই তাদের আমরা আইন অনুযায়ী সর্বনিম্ন জরিমানা করেছি। আমরা তাদের সময় দিয়েছি। পরবর্তীতে যদি তাদের এসব অপরাধ আবার ধরা পড়ে তাহলে আমরা বড় ধরনের জরিমানার আওতায় আনবো।

জনস্বার্থে অভিযান অব্যাহত থাকবে বলেও জানান এ নির্বাহী ম্যাজিস্ট্রেট।

বাংলাদেশ সময়: ২২২০ ঘণ্টা, অক্টোবর ১, ২০২৩
এসসি/এমজে

 
 

 

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।