ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

কালিহাতীতে ট্রেনের ধাক্কায় অটোরিকশাচালক নিহত 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২১ ঘণ্টা, অক্টোবর ২, ২০২৩
কালিহাতীতে ট্রেনের ধাক্কায় অটোরিকশাচালক নিহত 

টাঙ্গাইল: টাঙ্গাইলের কালিহাতীতে ট্রেনের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার চালক নিহত হয়েছেন।

সোমবার (২ অক্টোবর) দুপুর ১টার দিকে উপজেলার হাতিয়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

 

নিহত ওই অটোরিকশা চালকের নাম মো. আজমত মিয়া। তার বাড়ি উপজেলার দেউপুর পূর্বপাড়া গ্রামে।

বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর আশরাফ জানান, দুপুরে আজমত অটোরিকশা নিয়ে বাড়ি যাওয়ার উদ্দেশে হাতিয়া এলাকায় রেলক্রসিং পার হচ্ছিলেন। এসময় ঢাকাগামী চিলাহাটি এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় অটোরিকশাটি দুমড়ে মুচড়ে যায়। এসময় ঘটনাস্থলেই চালক আজমত মারা যান। খবর পেয়ে পরিবারের লোকজন মরদেহটি নিয়ে যান।

বাংলাদেশ সময়: ১৬২০ ঘণ্টা, অক্টোবর ০২, ২০২৩
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।