ঢাকা, শনিবার, ১৭ ফাল্গুন ১৪৩১, ০১ মার্চ ২০২৫, ০০ রমজান ১৪৪৬

জাতীয়

বাগেরহাটে ট্রাকের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫১ ঘণ্টা, অক্টোবর ২, ২০২৩
বাগেরহাটে ট্রাকের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু

বাগেরহাট: জেলার মোংলায় ট্রাকের ধাক্কায় জহুরা বেগম (৬০) নামের এক নারী নিহত হয়েছেন।

সোমবার (০২ অক্টোবর) বিকেলে ফেরিঘাট এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

ওই নারীকে ধাক্কা দেওয়া ট্র্যাকটি জব্দ করেছে পুলিশ।

নিহত জহুরা বেগম রামপাল উপজেলার গৌরম্বা এলাকার বাসিন্দা। তিনি মোংলা শহরে ভিক্ষাবৃত্তি করতেন।

মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শামসুদ্দিন বলেন, নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে। ট্রাকের চালক ও তার সহযোগীকে আটকের চেষ্টা চলছে।

এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানিয়েছেন এই পুলিশ কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ২১৫০ ঘণ্টা, অক্টোবর ০২, ২০২৩
এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।