ঢাকা, মঙ্গলবার, ১৭ চৈত্র ১৪৩১, ০১ এপ্রিল ২০২৫, ০১ শাওয়াল ১৪৪৬

জাতীয়

চাকরির পরীক্ষা দিতে যাওয়ার পথে বাসচাপায় চাচা-ভাতিজি নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০২৫
চাকরির পরীক্ষা দিতে যাওয়ার পথে বাসচাপায় চাচা-ভাতিজি নিহত

লালমনিরহাট: লালমনিরহাটের আদিতমারী উপজেলায় চাকরির পরীক্ষা দিতে যাওয়ার পথে বাসচাপায় চাচা ও ভাতিজি নিহত হয়েছেন।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) সকালে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কের আদিতমারী স্বর্ণামতি ব্রিজের পশ্চিম পাড়ে এ দুর্ঘটনা ঘটে।

 

নিহতরা হলেন- জেলার কালীগঞ্জ উপজেলার দলগ্রাম ইউনিয়নের পাটোয়ারীটারী গ্রামের নুরুল ইসলামের ছেলে রমজান আলী (৫২) ও তার ভাতিজি একই গ্রামের খোরশেদ আলীর মেয়ে খাদিজা তুল কোবরা (২৫)।  

পুলিশ ও স্থানীয়রা জানায়, লালমনিরহাট জেলা প্রশাসক কার্যালয়ের অফিস সহায়ক পদে চাকরির পরীক্ষায় অংশ নিতে চাচা রমজান আলীর সঙ্গে মোটরসাইকেলে লালমনিরহাট যাচ্ছিলেন পরীক্ষার্থী খাদিজা তুল কোবরা। স্বর্ণামতি ব্রিজের পশ্চিম পাড়ে পৌঁছালে ঢাকা থেকে ছেড়ে আসা বুড়িমারীগামী একটি বাসের সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই চাচা রমজান আলী নিহত হন। আহত হন খাদিজা তুল কোবরা।  

এক পর্যায়ে স্থানীয়রা ছুটে এসে খাদিজা তুল কোবরাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে আদিতমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।  

আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আকবর জানান, ঘাতক বাসটি জব্দ করা হয়েছে। এছাড়া মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

বাংলাদেশ সময়: ১৫৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০২৫
আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।