ঢাকা, শনিবার, ১৭ ফাল্গুন ১৪৩১, ০১ মার্চ ২০২৫, ০০ রমজান ১৪৪৬

জাতীয়

বগুড়ায় দাদিকে হত্যা, মানসিক ভারসাম্যহীন নাতি আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৮ ঘণ্টা, অক্টোবর ৫, ২০২৩
বগুড়ায় দাদিকে হত্যা, মানসিক ভারসাম্যহীন নাতি আটক

বগুড়া: বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় জরিয়ম বিবি (৭০) নামে এক মানসিক ভারসাম্যহীন বৃদ্ধাকে গলায় ফাঁস দিয়ে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় নিহতের নাতি মানসিক ভারসাম্যহীন মহির উদ্দিনকে (২৫) আটক করেছে পুলিশ।

 

বুধবার (০৪ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার ওমরপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত জরিয়ম বিবি বগুড়া নন্দীগ্রাম উপজেলার ওমরপুর গ্রামের মৃত উকিল প্রামাণিকের স্ত্রী।

আটক মহির উদ্দিন ওই গ্রামের দয়াল মোহাম্মদ আলীর ছেলে ও জরিয়ম বিবির নাতি ৷

স্থানীয় সূত্রে জানা যায়, জরিয়ম বিবি ও তার নাতি মহির দুইজনই ছিলেন মানসিক ভারসাম্যহীন। তাদের দুজনকেই এক ঘরে বেঁধে রাখা হয়েছিল। ঘটনার একটু আগে মহির উদ্দিন তার হাতের বাঁধন দাঁত দিয়ে কেটে ফেলে। এরপর তার দাদি জরিয়ম বিবিকে দড়ি দিয়ে গলায় ফাঁস দিয়ে হত্যা করে। তারপর সে একই গ্রামে তার ফুফুর বাড়িতে পালিয়ে যায়। পরে পুলিশ মহির উদ্দিনকে তার ফুফুর বাড়ি থেকে আটক করে পুলিশ।

নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, এ ঘটনায় মহির উদ্দিনকে আটক করা হয়েছে। নিহত জরিয়ম বিবির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের মর্গে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১০৩৬ ঘণ্টা, অক্টোবর ০৫, ২০২৩
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।