ঢাকা, রবিবার, ২৭ বৈশাখ ১৪৩২, ১১ মে ২০২৫, ১৩ জিলকদ ১৪৪৬

জাতীয়

মেহেরপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গৃহবধূর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:১২, অক্টোবর ৫, ২০২৩
মেহেরপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গৃহবধূর মৃত্যু প্রতীকী ছবি

মেহেরপুর: মেহেরপুর সদর উপজেলার আমঝুপি গ্রামে  বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বিলকিস খাতুন (৫২) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।  

বৃহস্পতিবার (৫ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

 

বিলকিস ওই গ্রামের শেখপাড়া এলাকার মইনুদ্দিন ওরফে মনিরের স্ত্রী। মইনুদ্দিন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) অবসরপ্রাপ্ত সদস্য বলে জানা গেছে।

বিলকিসের প্রতিবেশী পাপ্পু জানান, বিলকিস তার বাড়ির গোডাউনের লোহার দরজা খোলার সময় বৈদ্যুতিক তারের সঙ্গে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

হাসপাতালটির জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক পার্থ সারথি জানান, হাসপাতালে আনার আগেই বিলকিসের মৃত্যু হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫১০ ঘণ্টা, অক্টোবর ০৫, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।