ঢাকা, শনিবার, ১৭ ফাল্গুন ১৪৩১, ০১ মার্চ ২০২৫, ০০ রমজান ১৪৪৬

জাতীয়

হাতের কব্জি কেটে টিকটক করা কিশোর গ্যাংয়ের লিডার গ্রেপ্তার 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৮ ঘণ্টা, অক্টোবর ৫, ২০২৩
হাতের কব্জি কেটে টিকটক করা কিশোর গ্যাংয়ের লিডার গ্রেপ্তার 

ঢাকা: হাতের কব্জি কেটে টিকটক করা কিশোর গ্যাং ‘আনোয়ার ওরফে স্যুটার আনোয়ার গ্রুপের’ অন্যতম লিডার মো. ইউনুছ (২৮) ও তার সহযোগী সাইফুল ইসলাম ওরফে ছোট সাইফুলকে (৩৬) গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-২)।

বুধবার (৪ অক্টোবর) রাতে রাজধানীর মোহাম্মদপুর থানাধীন খিলজি রোড এলাকায় ছিনতাই করার সময় হাতে নাতে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

এ সময় তাদের কাছ থেকে ২টি ছুরি ও ২টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

র‍্যাব-২ এর সিনিয়র সহকারী পরিচালক শিহাব করিম জানান, সম্প্রতি এই কিশোর গ্যাংয়ের সদস্যরা সংঘবদ্ধ হয়ে ছিনতাইয়ের ঘটনা ঘটায়। কিছু দিন আগে ছিনতাইকালে স্যুটার আনোয়ার গ্রুপের সদস্য ইউনুছের হামলায় ভিকটিম মারাত্মক যখম হন।

এর মধ্যে দুই কিশোর গ্যাং গ্রুপের আন্তঃদ্বন্দের জেরে এক পক্ষ চাপাতি দিয়ে আরেক পক্ষের হাত বিচ্ছিন্ন করে টিকটক করার মতো লোমহর্ষক ঘটনা ঘটেছে। এছাড়া, তারা ৪০ থেকে ৫০ জন একসঙ্গে এলাকায় জমায়েত হয়ে ছিনতাই, চাঁদাবাজির মতো ঘটনা ঘটায়।

গ্রেপ্তার ইউনুছের বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় দুইটি হত্যার চেষ্টা, একটি দস্যুতা মামলা এবং আদাবর থানায় একটি ডাকাতি মামলাসহ চারটি মামলা রয়েছে। সাইফুল ইসলামের বিরুদ্ধে আদাবর থানায় একটি মানব পাচার মামলা রয়েছে।

গ্রেপ্তারদের বিরুদ্ধে পরবর্তি আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান র্যাবের এই কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১৭১৫ ঘণ্টা,অক্টোবর ০৫, ২০২৩
পিএম/এমএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।