ঢাকা, শনিবার, ১ অগ্রহায়ণ ১৪৩১, ১৬ নভেম্বর ২০২৪, ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

মাধবপুরে ব্যবসায়ী খুনের মামলায় দণ্ডপ্রাপ্ত চা শ্রমিক গ্রেপ্তার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট     | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৪ ঘণ্টা, অক্টোবর ৫, ২০২৩
মাধবপুরে ব্যবসায়ী খুনের মামলায় দণ্ডপ্রাপ্ত চা শ্রমিক গ্রেপ্তার সাধন সাঁওতাল

হবিগঞ্জ: হবিগঞ্জের মাধবপুরে এক দাদন ব্যবসায়ীকে হত্যার দায়ে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশপ্রাপ্ত চা শ্রমিক সাধন সাঁওতালকে (৪০) গ্রেপ্তার করেছে পুলিশ।  

বৃহস্পতিবার (৫ অক্টোবর) বিকেলে মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল ইসলাম খান এ তথ্য নিশ্চিত করেন।

 

গ্রেপ্তার সাধন মাধবপুর উপজেলার জগদীশপুর চা বাগানের বাসিন্দা বীরবল সাঁওতালের ছেলে।  

২০০৬ সালে একই উপজেলার জগদীশপুর ইউনিয়নের রসুলপুর গ্রামের বাসিন্দা ইউনুস মিয়াকে হত্যার অভিযোগে সাধনের বিরুদ্ধে মামলা হয়েছিল। এরপর আদালত সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে তাকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেন।  

অভিযোগের বরাতে ওসি রাকিবুল ইসলাম খান জানান, দাদন ব্যবসায়ী ইউনুস মিয়ার কাছ থেকে ঋণ নিয়েছিলেন সাধন। কিন্তু সময় মতো টাকা শোধ না করায় দু’জনের ঝগড়া হয়। এক পর্যায়ে ইউনুসকে খুন করেন সাধন।

তিনি আরও জানান, হত্যা মামলায় আদালতে সাজার আদেশপ্রাপ্ত হওয়ার পর থেকে সাধন পলাতক ছিলেন। বৃহস্পতিবার ভোরে গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮৫৩ ঘণ্টা, অক্টোবর ০৫, ২০২২
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।