সিরাজগঞ্জ: জেলার পৌর এলাকায় অভিযান চালিয়ে ৬০ কেজি গাঁজাসহ দুইজনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় পরিবহনে ব্যবহৃত পিকআপটিও জব্দ করা হয়।
আটকরা হলেন, কুড়িগ্রাম জেলা সদরের কাচি চর গ্রামের মৃত ছোমেদ আলীর ছেলে মো. বিপ্লব মিয়া (২৮) ও একই জেলার রাজারহাট থানার তালুক আযাটু গ্রামের মৃত সফর উদ্দিনের ছেলে মো. হারুন আর রশিদ (৩৫)।
শুক্রবার (৬ অক্টোবর) বিকেল সাড়ে তিনটার দিকে সিরাজগঞ্জ গোয়েন্দা পুলিশের পরিদর্শক মো. রওশন আলী এ তথ্য জানান।
তিনি বলেন, পুলিশ সুপার মো. আরিফুর রহমান মণ্ডলের দিক নির্দেশনায় পুলিশ পরিদর্শক (নি:) মো. জুলহাজ উদ্দীনের নেতৃত্বে শুক্রবার সকালে বাজার স্টেশন এলাকায় চেকপোস্ট বসিয়ে মিনি পিকআপে তল্লাশি চালানো হয়। এ সময় গাড়িটির পেছন বডি থেকে ৬০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় গাড়ি চালকসহ দুইজনকে আটক করা হয়। উদ্ধার হওয়া গাঁজার মূল্য প্রায় ২৪ লাখ টাকা।
তিনি আরও বলেন, আটক বিপ্লব মিয়ার বিরুদ্ধে জেলার বিভিন্ন থানায় তিনটি মাদক মামলা বিচারাধীন।
বাংলাদেশ সময়: ১৭২৮ ঘণ্টা, অক্টোবর ০৬, ২০২৩
এসআইএ