গাইবান্ধা: জেলার গোবিন্দগঞ্জে পাথরবাহী ট্রাক থেকে ১০ কেজি গাঁজা ও ৩৬৪ বোতল ফেনসিডিলসহ তিন যুবককে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১৩)।
শুক্রবার (০৬ অক্টোবর) সন্ধ্যায় র্যাব-১৩, গাইবান্ধা ক্যাম্পের ফ্লাইট লেফটেন্যান্ট মাহমুদ বশির আহমেদের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এরআগে, বৃহস্পতিবার (০৫ অক্টোবর) দিনগত রাত দেড়টার দিকে গোবিন্দগঞ্জ থানা চার মাথামোড় মায়ামনি হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের সামনে থেকে তাদের আটক করা হয়।
তারা হলেন লালমনিরহাট জেলার হাতিবান্দা থানার পূর্ব সিন্ধুরনা গ্রামের সনাতন বর্মনের ছেলে সুমন্ত সাগর রায় অন্তর (২০), টংভাঙ্গা গ্রামের আজিজুল ইসলামের ছেলে আজহারুল ইসলাম মিঠুন (২৬) ও উত্তর সিন্ধুরনা গ্রামের গয়েশ্বর চন্দ্রের ছেলে শ্রী অনিত্য চন্দ্র জীবন (২১)।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদে বৃহস্পতিবার (০৫ অক্টোবর) দিনগত রাত দেড়টার দিকে গোবিন্দগঞ্জ থানা চার মাথামোড় মায়ামনি হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের সামনে অভিযান চালায় র্যাব। এ সময় রংপুর থেকে বগুড়ার দিকে আসা পাথরবাহী একটি ট্রাকে তল্লাশি চালিয়ে ১০ কেজি গাঁজা ও ৩৬৪ বোতল ফেনসিডিলসহ তাদের আটক করা হয়।
মাহমুদ বশির আহমেদ বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক মাদক কারবারিরা দীর্ঘদিন ধরে মাদক কারবার চক্রের সঙ্গে সম্পৃক্ত থাকার কথা স্বীকার করেছেন।
উক্ত ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য মাদক কারবারিদের বিরুদ্ধে গোপন অনুসন্ধান চলছে। আটকদের গোবিন্দগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ২০২০ ঘণ্টা, অক্টোবর ০৬, ২০২৩
এসআইএ