ঢাকা, শনিবার, ১৭ ফাল্গুন ১৪৩১, ০১ মার্চ ২০২৫, ০০ রমজান ১৪৪৬

জাতীয়

ফেসবুকে বন্ধুত্ব করে অপহরণ, নারীসহ গ্রেপ্তার ৫

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৪ ঘণ্টা, অক্টোবর ৬, ২০২৩
ফেসবুকে বন্ধুত্ব করে অপহরণ, নারীসহ গ্রেপ্তার ৫

ঢাকা: ফেসবুকে বন্ধুত্ব করে ডেকে নিয়ে অপহরণ ও মোটা অংকের মুক্তিপণ দাবি করা একটি চক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশের এন্টি টেররিজম ইউনিট (এটিইউ)। গ্রেপ্তার আসামিদের মধ্যে একজন নারী সদস্যও রয়েছেন।

শুক্রবার (০৬ অক্টোবর) রাজধানী ও এর আশপাশের এলাকায় অভিযান চালিয়ে এই চক্রের সদস্যদের গ্রেপ্তার করা হয়। অভিযানে তাদের কাছ থেকে অপহরণের শিকার ভুক্তভোগীকেও উদ্ধার করা হয়।  

শুক্রবার রাতে এন্টি টেররিজম ইউনিটের (এটিইউ) পুলিশ সুপার (অপারেশনস্) অতিরিক্ত দায়িত্বে (মিডিয়া অ্যান্ড অ্যাওয়ারনেস উইং) মোহাম্মদ ছানোয়ার হোসেন বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।  

তিনি জানান, এ বিষয়ে শুক্রবার রাত ১০টার দিকে খিলগাঁও থানায় একটি সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত জানানো হবে।  

বাংলাদেশ সময়: ২১৩৩ ঘণ্টা, অক্টোবর ০৬, ২০২৩
এসজেএ/এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।