ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

‘শহর পরিষ্কার করতে মেয়র হয়েছি, চেয়ারে বসে থাকতে নয়’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯১৫ ঘণ্টা, অক্টোবর ৯, ২০২৩
‘শহর পরিষ্কার করতে মেয়র হয়েছি, চেয়ারে বসে থাকতে নয়’

ফেনী: জেলা পৌরসভার মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী বলেন, ‘শহর পরিষ্কার-পরিচ্ছন্ন করে নাগরিকদের নিরবচ্ছিন্ন সেবা দেওয়ার নিয়তে মেয়র হয়েছি, শুধু চেয়ারে বসে আয়েশ করতে মেয়র হইনি। আমি কাজের মানুষ, কাজ করে মানুষের হৃদয়ে স্থান করে নিতে চাই।

’ 

রোববার (০৮ অক্টোবর) বিকালে ফেনী পৌরসভা মিলনায়তনে শহরের বিভিন্ন রুটের অটোরিকশা ভাড়া পুনঃনির্ধারণ ও পৌর সিএনজির বিষয়ে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।  

সভায় ফেনী শহরের বিভিন্ন রুটের জন্য নতুন করে রিকশা ভাড়া নির্ধারণ করা হয় এবং পৌর সিএনজির বিভিন্ন বিষয় নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলোচনা করেন মেয়র। শহরের উন্নয়নে বিভিন্ন পরিকল্পনার কথাও জানান তিনি।  

এ সময় উপস্থিত ছিলেন জ্যেষ্ঠ সাংবাদিক আবু তাহের, রবিউল হক রবি, আবু তাহের ভূঞাঁ, মোহাম্মদ শাহাদাত হোসেন, দিলদার হোসেন স্বপন, আরিফুল আমীন রিজভী ও জমিরবেগসহ জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকরা।  

বাংলাদেশ সময়: ০৯০৯ ঘণ্টা, অক্টোবর ৯, ২০২৩
এসএইচডি/এসএএইচ  


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।