ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ফতুল্লায় মামুন হত্যাকাণ্ডের ঘটনায় শিমা গ্রেপ্তার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৫ ঘণ্টা, অক্টোবর ৯, ২০২৩
ফতুল্লায় মামুন হত্যাকাণ্ডের ঘটনায় শিমা গ্রেপ্তার গ্রেপ্তার শিমা

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের ফতুল্লায় আল মামুন হত্যাকাণ্ডের ঘটনায় আসামি শিমা বেগমকে (৪৬) গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

সোমবার (৯ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান র‍্যাব ১১ এর অতিরিক্ত পুলিশ সুপার কাজী শাহাবুদ্দিন আহম্মেদ।

এর আগে ৮ অক্টোবর মুন্সিগঞ্জ জেলার টংগীবাড়ী থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। শিমা এ হত্যা মামলার এজাহারনামীয় আসামি।

তাকে জিজ্ঞাসাবাদ ও এজাহার পর্যালোচনায় জানা যায় যে, আসামিদের সঙ্গে আল-মামুনের মাদক কারবার নিয়ে তাদের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। সে বিরোধের জেরে আসামি শিমা বেগম ও তার অন্যান্য সহযোগীরা মিলে গত ২০২২ সালের ৫ ডিসেম্বর ফতুল্লা মডেল থানাধীন ইসদাইর স্টেডিয়াম রোড এলাকায় আল-মামুনকে একা পেয়ে পরিকল্পিতভাবে হত্যার উদ্দেশে দেশীয় অস্ত্র ছোরা, চাকু, লোহার রড দিয়ে আঘাত করে মারাত্মক জখম করে। পরবর্তীতে স্থানীয় লোকজন তাকে গুরুতর জখম অবস্থায় উদ্ধার করে খানপুর ৩০০ শয্যা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।  

মামুনের বাবা মো. বাবুল মিয়া এ ঘটনায় পরদিন ৬ ডিসেম্বর আসামিদের বিরুদ্ধে হত্যা মামলা করেন।  

বাংলাদেশ সময়: ১৪২৫ ঘণ্টা, অক্টোবর ৯, ২০২৩
এমআরপি/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।