ঢাকা, শনিবার, ৬ পৌষ ১৪৩১, ২১ ডিসেম্বর ২০২৪, ১৮ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

চেক জালিয়াতি মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫১ ঘণ্টা, অক্টোবর ৯, ২০২৩
চেক জালিয়াতি মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

নড়াইল: নড়াইলের লোহাগড়ায় দুইটি চেক জালিয়াতির মামলায় এক বছর চার মাসের কারাদণ্ডপ্রাপ্ত আসামি মোস্তফা কামালকে গ্রেপ্তার করেছে লোহাগড়া থানা পুলিশ।  

সোমবার (৯ অক্টোবর) সকালে ১১টার দিকে তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

 

মোস্তফা কামাল লোহাগড়া থানার চাচই ধানাইড় গ্রামের মৃত আহম্মেদ মোল্লার ছেলে।  

পুলিশ জানায়, দীর্ঘদিন পলাতক থাকার পর গোপন সংবাদের ভিত্তিতে আদালতের রায়ে সাজাপ্রাপ্ত আসামি মোস্তফা কামালকে লোহাগড়া থানার জয়পুর ইউনিয়ন থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন আটকের বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৮৫১ ঘণ্টা, অক্টোবর ৯, ২০২৩
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।