ঢাকা, শুক্রবার, ২ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৬ মে ২০২৫, ১৮ জিলকদ ১৪৪৬

জাতীয়

রূপগঞ্জে চালককে হত্যা করে ট্রাকসহ মালামাল লুট

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯:২২, অক্টোবর ১১, ২০২৩
রূপগঞ্জে চালককে হত্যা করে ট্রাকসহ মালামাল লুট

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের রূপগঞ্জে আক্তার হোসেন নামের এক ট্রাক চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এসময় তার চালিত ট্রাকসহ মালামাল লুট করে নিয়েছে দুর্বৃত্তরা।

মঙ্গলবার (১০ অক্টোবর) ভোরে উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের এশিয়ান বাইপাস সড়কের পাশের কলাবাগান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

আক্তার হোসেন শরিয়তপুর জেলার গোসাইরহাট উপজেলার শিবপুর এলাকার হারুন খলিফার ছেলে। বর্তমানে তিনি পরিবার নিয়ে নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ উপজেলার হিরাঝিল নয়ামাটি এলাকায় বসবাস করতেন।

রূপগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আতাউর রহমান বলেন, গত ৩ বছর যাবত আক্তার হোসেন আলী আজগর মিয়ার ট্রাক চালিয়ে আসছিলেন। গত রোববার রাতে উপজেলার তারাব পৌরসভার রূপসী এলাকায় অবস্থিত সিটি মিল থেকে ৬০ ড্রাম তেল নিয়ে ঢাকার হাজারীবাগ এলাকার ‘নিউ মক্কা এন্টারপ্রাইজ’ নামের একটি দোকানে পৌঁছে দেওয়ার জন্য রওনা করেন। এরপর থেকে আক্তার হোসেন মালভর্তি ট্রাকসহ নিখোঁজ ছিলেন।  
পরে স্থানীয়রা এশিয়ান বাইপাস সড়কের পাশে কলাবাগানে একজন অজ্ঞাত ব্যক্তির মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেন।  

এ ঘটনায় নিহতের ছেলে ওমর ফারুক বাদী হয়ে রূপগঞ্জ থানায় একটি মামলা করেন। মালামালসহ ট্রাকটি উদ্ধারে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।

বাংলাদেশ সময়: ০৯২২ ঘণ্টা, অক্টোবর ১১, ২০২৩
এমআরপি/এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।