ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

আড়াইহাজারে ভ্রাম্যমাণ আদালত দেখে বন্ধ শতাধিক দোকান

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৩ ঘণ্টা, অক্টোবর ১১, ২০২৩
আড়াইহাজারে ভ্রাম্যমাণ আদালত দেখে বন্ধ শতাধিক দোকান

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের আড়াইহাজারে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনার সময় দোকান বন্ধ করে পালিয়ে যান শতাধিক ব্যবসায়ী।

বুধবার (১১ অক্টোবর) বিকেলে উপজেলার গোপালদী বাজার এলাকায় ঘটে এ ঘটনা।

তবে এ সময় তিনটি দোকানে অভিযান পরিচালনা করে অর্থদণ্ড প্রদান করা হয়।

বিকেলে নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার (ভূমি) শামসুজ্জাহান কনক এ অভিযান পরিচালনা করেন।

অভিযানে খাবারে ভেজাল ও অস্বাস্হ্যকর পরিবেশ পেয়ে খোকনের মিষ্টির দোকানকে ২ হাজার, উত্তম পোদ্দারের মিষ্টির দোকানে ৩ হাজার ও ফাইজুলের মিষ্টির দোকানকে ১ হাজার টাকা জরিমানা করা হয়।

এসব অভিযান চলাকালেই বাজারের প্রায় সব দোকান বন্ধ করে পালিয়ে যান দোকানিরা। এ দৃশ্য দেখে বাজারে উপস্থিত মানুষ ও ভ্রাম্যমাণ আদালত বিস্ময় প্রকাশ করেন।

এ সময় উপস্থিত ছিলেন গোপালদী পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সোহাগ সাহা।

বাংলাদেশ সময়: ১৯১৩ ঘণ্টা, অক্টোবর ১১, ২০২৩
এমআরপি/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।