ঢাকা, বুধবার, ১২ আষাঢ় ১৪৩১, ২৬ জুন ২০২৪, ১৮ জিলহজ ১৪৪৫

জাতীয়

উত্তরায় ২০ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ২

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৬ ঘণ্টা, অক্টোবর ১২, ২০২৩
উত্তরায় ২০ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ২ প্রতীকী ছবি।

ঢাকা: রাজধানীর উত্তরা এলাকায় অভিযান চালিয়ে ২০ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি) উত্তরা বিভাগ।

বুধবার (১১ অক্টোবর) তাদের গ্রেপ্তার করা হয়।

 এ সময় তাদের কাছ থেকে তিনটি মোবাইল ফোন জব্দ করা হয়।  গ্রেপ্তারকৃতরা হলেন, মো. সুরুজ্জামান সুরুজ ও মো. শামীম সরকার।

সহকারী পুলিশ কমিশনার মো. ইমরান হোসেন মোল্লা জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার উত্তরা ছয় নম্বর সেক্টরের সুন্দরবন কুরিয়ার সার্ভিসের আলাওল এভিনিউ শাখার সামনে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় আসামিদের ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়। আসামিদের বিরুদ্ধে উত্তরা পূর্ব থানায় মামলা হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৩২৪ ঘণ্টা, অক্টোবর ১২, ২০২৩
এমএমআই/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।