ঢাকা, বুধবার, ১২ আষাঢ় ১৪৩১, ২৬ জুন ২০২৪, ১৮ জিলহজ ১৪৪৫

জাতীয়

রাজধানীতে মাদক বিরোধী অভিযানে গ্রেপ্তার ৪২

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৯ ঘণ্টা, অক্টোবর ১২, ২০২৩
রাজধানীতে মাদক বিরোধী অভিযানে গ্রেপ্তার ৪২

ঢাকা: রাজধানীতে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে বিক্রি ও সেবনের অপরাধে ৪২ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।  

বুধবার (১১ অক্টোবর) ছয়টা থেকে বৃহস্পতিবার (১২ অক্টোবর) সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) কে. এন. রায় নিয়তি জানান, আসামিদের কাছ থেকে ২০৩০ পিস ইয়াবা, ১০ কেজি ১৯০ গ্রাম গাঁজা, ৪৫ গ্রাম হেরোইন ও ৪৫ বোতল ফেনসিডিল  জব্দ করা হয়।  

অভিযুক্তদের নামে ডিএমপির থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৫টি মামলা করা হয়েছে বলেও জানান তিনি।  

বাংলাদেশ সময়: ১৩৩১ ঘণ্টা, অক্টোবর ১২, ২০২৩
এমএমআই/এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।