ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

আড়াইহাজারে আবারো একরাতে ৩ বাড়িতে ডাকাতি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৮ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০২৩
আড়াইহাজারে আবারো একরাতে ৩ বাড়িতে ডাকাতি আড়াইহাজার থানা: ফাইল ফটো

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের আড়াইহাজারে আবারো একরাতে ৩ বাড়িতে ডাকাতি হয়েছে।

বৃহস্পতিবার (১২ অক্টোবর) রাতে উপজেলার সালমদী নয়াপাড়া, নরেংদী ও মনোহরদী গ্রামে এ ডাকাতির ঘটনা ঘটে।

এতে আহত হয়েছে ২ জন। লুটে নিয়েছে টাকা ও স্বর্ণালংকারসহ কয়েক লাখ টাকার মালামাল।

পুলিশ, প্রত্যক্ষদর্শী ও গৃহকর্তা সূত্রে জানা গেছে, ঘটনার দিন রাত আড়াইটার দিকে ১০-১৫ জনের মুখোশ পরিহিত ডাকাতদল সালমদী নয়াপাড়া গ্রামের বেসরকারি চাকরিজীবী রিপনের বাড়িতে দরজা ভেঙে ভেতরে ঢুকে তার মা সেতেরা বেগমকে পিটিয়ে গলায় ছুরি ধরে ৩ লাখ টাকা ও ৭ ভরি স্বর্ণালংকার লুটে নয়।

অপর দিকে ১০-১২ জনের  অপর একটি ডাকাত দল একই রাতে ব্রাক্ষন্দী ইউনিয়নের নরেংদী গ্রামে নুর আলম সিকদারের বাড়িতে হানা দিয়ে তার স্বজন হোসনাকে পিটিয়ে ১০ হাজার টাকা ও ১ ভরি ওজনের স্বর্ণালংকার ছিনিয়ে নেয়।

পরে ডাকাত দল মনোহরদী বাজারের সংলগ্ন অটোচালক মাসকুরের বাড়িতে হানা দিয়ে ৩০ হাজার টাকা ও ১ ভরি স্বর্ণ নিয়ে যায়।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান উল্লাহ বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

গত রোববার রাতেও আড়াইহাজারে ৩ বাড়িতে ডাকাতি হয়েছিল।

বাংলাদেশ সময়: ১৪৪৮ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০২৩
এমআরপি/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।