ঢাকা, বৃহস্পতিবার, ৮ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

পূজা মণ্ডপের মর্যাদা বজায় রাখার অনুরোধ খাদ্যমন্ত্রীর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট     | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২০ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০২৩
পূজা মণ্ডপের মর্যাদা বজায় রাখার অনুরোধ খাদ্যমন্ত্রীর

নওগাঁ: খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, আসন্ন শারদীয় দুর্গোৎসব মহা উৎসবে পরিণত হবে। এজন্য মণ্ডপের মর্যাদা রক্ষায় সনাতন ধর্মাবলম্বীদের কাছে অনুরোধ রইল।

 

রোববার ( ১৫ অক্টোবর) দুপুরের দিকে নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলায় শারদীয় দুর্গোৎসবের প্রস্তুতি সভায় তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, দুর্গা উৎসবকে ঘিরে কেউ রাজনীতি করার চেষ্টা করলে তার সুমুচিত জবাব দেওয়া হবে। বঙ্গবন্ধুর স্বাধীন বাংলাদেশে কোনো ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড চালানোর সুযোগ নেই। এই উৎসবকে ঘিরে অনেকেই মাদকদ্রব্যের অপব্যবহার করে থাকেন বলে শোনা যায়।  এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে সজাগ থাকার অনুরোধ জানাই।

এ সময় নিয়ামতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইমতিয়াজ মোশেদের সভাপতিত্বে উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি সাধারণ সম্পাদক ও উপজেলা আওয়ামী লীগের নেতারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৮১৮ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।