ঢাকা: রাজধানীতে মাদক কারবারে জড়িত গাড়ি চালকদের বিরুদ্ধে বিভিন্ন স্থানে বিশেষ অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করেছে মিরপুর থানা পুলিশ।
গ্রেপ্তাররা হলেন মো. উজ্জ্বল মোল্লা (৩০), মো. শাকিল হাওলাদার (২৫), মো. জীবন (২২) ও মো. ইমরান (২১)।
রোববার (১৫ অক্টোবর) সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেন মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন।
তিনি জানান, গ্রেপ্তারদের থেকে ৪০০টি ইয়াবা ট্যাবলেট এবং ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। তারা সবাই পেশায় গাড়ি চালক। গাড়ি চালানোর ফাঁকে তারা এসব মাদক বিক্রি করেন।
ওসি বলেন, গ্রেপ্তার উজ্জ্বল প্রাইভেটকার চালক। তিনি উবারে গাড়ি চালান। এই গাড়ি চালানোর নামেই টেকনাফ থেকে ইয়াবা এনে ঢাকার বিভিন্ন স্থানে বিক্রি করেন। গোপন সংবাদের ভিত্তিতে ৬০ ফিট আমতলা থেকে ২০০টি ইয়াবা ট্যাবলেটসহ তাকে গ্রেপ্তার করা হয়।
ওসি আরও বলেন, অপর গ্রেপ্তার শাকিলও প্রাইভেটকার চালক। গাড়ি চালানোর ফাঁকে সুযোগ বুঝে বিভিন্ন যাত্রীর কাছে ইয়াবা বিক্রি করেন। তাকে গ্রেপ্তার করা হয় সেকশন ২ থেকে। তার কাছ থেকেও ২০০টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তার মো. জীবন (২২) ও মো. ইমরান (২১) পিকআপ চালক। তাদের কল্যাণপুর পোড়াবস্তি এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
এদিকে, পৃথক অপর এক অভিযানে কল্যাণপুর বাসস্টেশন থেকে মো. আক্তারুল ইসলাম (৫৩) নামে একজনকে ৩১ বোতল ফেনসিডিলসহ গ্রেপ্তার করা হয়। তিনি একটি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পাশ করেছেন। বর্তমানে বিভিন্ন স্থানে টিউশনি করেন এবং তার ফাঁকে ফেনসিডিল বিক্রি করেন।
বাংলাদেশ সময়: ১৯৩৫ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০২৩
এজেডএস/এসআইএ