ঢাকা, বৃহস্পতিবার, ৮ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

বোয়ালমারীতে নিজ ঘরে ঝুলছিল শিক্ষার্থীর মরদেহ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট     | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৭ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০২৩
বোয়ালমারীতে নিজ ঘরে ঝুলছিল শিক্ষার্থীর মরদেহ প্রতীকী ছবি

ফরিদপুর: ফরিদপুরের বোয়ালমারী পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের দক্ষিণ কামার গ্রামের ঋষিপাড়া এলাকায় নিজ ঘরে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় খাদিজা আক্তার মিম (১৯) নামে এক কলেজছাত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (১৫ অক্টোবর) দুপুরের দিকে বোয়ালমারী থানার উপ-পরিদর্শক (এসআই) উত্তম কুমার সেন বিষয়টি নিশ্চিত করেন।

 

এর আগে, শনিবার (১৪ অক্টোবর) সন্ধ্যায় ওই ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।  

খাদিজা একই এলাকার জাহাঙ্গীর আলমের মেয়ে ও ফরিদপুরের সরকারি রাজেন্দ্র কলেজের বিএ (অনার্স) প্রথম বর্ষের শিক্ষার্থী। এ ঘটনায় ওই ছাত্রীর মা বাদী হয়ে থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করেছেন।

এলাকা সূত্রে জানা গেছে, শনিবার বিকেলে মিমের সঙ্গে তার মায়ের সামান্য বিষয় নিয়ে ঝগড়া হয়। এরই জের ধরে মিম নিজ ঘরে দরজা-জানালা বন্ধ করে শুয়ে পড়েন। সন্ধ্যা পর্যন্ত তার কোনো সাড়াশব্দ না পাওয়ায় দরজা ভেঙে ঘরে প্রবেশ করলে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় খাদিজাকে পাওয়া যায়।  

বোয়ালমারী থানার ওসি মুহাম্মদ আব্দুল ওহাব জানান, আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বাংলাদেশ সময়: ২১০৫ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।