ঢাকা, শনিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরায় ১০ জেলে আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২০ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০২৩
নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরায় ১০ জেলে আটক

ভোলা: নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরার অপরাধে ভোলায় ১০ জেলেকে আটক করা হয়েছে। এ সময় দুইটি নৌকাসহ ১২ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়েছে।

সোমবার (১৬ অক্টোবর) সকাল থেকে দুপুর পর্যন্ত চরফ্যাশন ও বোরহানউদ্দিনের তেতুলিয়া নদীতে পৃথক অভিযানে তাদের আটক করা হয়।

এ নিয়ে জেলায় ৭৭টি অভিযানে ৪৬ জেলে আটক হয়েছে। প্রায় ২৪ লাখ ১৫ হাজার টাকা মূল্যের জাল ও ৯টি ট্রলার জব্দ করা হয়েছে।

ভোলা জেলা মৎস্য কর্মকর্তা মো. আবুল কালাম আজাদ এ তথ্য নিশ্চিত করে বলেন, মা ইলিশ রক্ষায় মৎস্য বিভাগ, পুলিশ, কোস্টগার্ড, নৌ পুলিশ ও নির্বাহী ম্যাজিষ্ট্রেটের অভিযান অব্যাহত রয়েছে।

বাংলাদেশ সময়: ১৪২০ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০২৩
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।