ঢাকা, বুধবার, ৯ আশ্বিন ১৪৩২, ২৪ সেপ্টেম্বর ২০২৫, ০১ রবিউস সানি ১৪৪৭

জাতীয়

আশুলিয়ায় মাইক্রোবাস চাপায় নারী নিহত

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:০২, অক্টোবর ১৬, ২০২৩
আশুলিয়ায় মাইক্রোবাস চাপায় নারী নিহত

সাভার (ঢাকা): ঢাকার সাভারের আশুলিয়ার মহাসড়কে ইজিবাইক থেকে নামার পর মাইক্রোবাসের চাপায় কাজী রুবিনা আক্তার রুবি (৪০) নামে এক নারী নিহত হয়েছেন।

সোমবার (১৬ অক্টোবর) বিকেল ৪টার দিকে নবীনগর-চন্দ্রা মহাসড়কে বাইপাইল এলাকায় আশুলিয়া থানার সংযোগ সড়কের মাথায় চন্দ্রামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত কাজী রুবিনা আক্তার রুবি আশুলিয়া থানার ডেন্ডাবর পলাশবাড়ি এলাকার কাজী গোলাম ছারোয়ারের মেয়ে।  

প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত নারী ইজিবাইক থেকে নামার পর পেছন থেকে আসা একটি মাইক্রোবাস তাকে ধাক্কা দিয়ে চলে যায়। মাইক্রোবাসের ধাক্কায় তিনি সড়কে পড়ে গেলে তার মাথা থেঁতলে যায়, পরে ঘটনাস্থলেই তিনি মারা যান।  

সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আবুল হাসান বলেন, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসেছি। নিহতের পরিবার আসছে। ঘাতক পরিবহনটিকেও আটকের চেষ্টা চলছে।

বাংলাদেশ সময়: ১৯০২ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০২৩ 
এসএফ/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।