ঢাকা, শনিবার, ২৬ আশ্বিন ১৪৩২, ১১ অক্টোবর ২০২৫, ১৮ রবিউস সানি ১৪৪৭

জাতীয়

বংশালে আট কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:০৪, অক্টোবর ১৬, ২০২৩
বংশালে আট কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২

ঢাকা: রাজধানীর বংশাল থানা এলাকায় অভিযান চালিয়ে গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা (উত্তরা) বিভাগ।

গ্রেপ্তার আসামিরা হলেন মো. হানিফ সরদার ও মো. ফরহাদ বেপারী।

অভিযানে তাদের কাছ থেকে আট কেজি গাঁজা উদ্ধার করা হয়।

সোমবার (১৬ অক্টোবর) সন্ধ্যায় ডিএমপির গোয়েন্দা (ডিবি) উত্তরা বিভাগের বিমানবন্দর জোনাল টিমের অতিরিক্ত উপ-কমিশনার মো. সাইফুল আলম মুজাহিদ বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, রোববার (১৫ অক্টোবর) সন্ধ্যায় বংশাল থানার তাঁতীবাজার ইংলিশ রোড এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।  

তিনি জানান, কয়েকজন মাদক কারবারি তাঁতীবাজার এলাকায় মাদক বিক্রির জন্য অবস্থান করছে এমন তথ্যের ভিত্তিতে ওই এলাকায় অভিযান পরিচালনা করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় গাঁজাসহ তাদের গ্রেপ্তার করা হয়।

তিনি জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা জানায়, তারা সিলেট জেলা থেকে গাঁজা সংগ্রহ করে তা ঢাকা শহরের বিভিন্ন এলাকায় বিক্রি করতেন।

গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে বংশাল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান গোয়েন্দা এ পুলিশ কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১৯০২ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০২৩
এসজেএ/এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।