ঢাকা, শনিবার, ২৬ আশ্বিন ১৪৩২, ১১ অক্টোবর ২০২৫, ১৮ রবিউস সানি ১৪৪৭

জাতীয়

ফরিদপুরে ৩ প্রকল্প উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:০৫, অক্টোবর ১৬, ২০২৩
ফরিদপুরে ৩ প্রকল্প উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

ফরিদপুর: জেলায় পানি উন্নয়ন বোর্ডের বাস্তবায়নাধীন তিনটি প্রকল্পের উদ্বোধন ও একটি প্রকল্পের ভিত্তি প্রস্তর স্থাপন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার (১৬ অক্টোবর) সকাল সাড়ে ১০টার সময় সরকার প্রধান গণভবন থেকে ভার্চ্যুয়ালি এ প্রকল্পগুলোর উদ্বোধন করেন।

২১৩ কোটি টাকা ব্যয়ে ১২১ কিলোমিটার দৈর্ঘ্যের কুমার নদ পুঃনখনন, ৩২০ কোটি টাকা ব্যয়ে পাঁচ দশমিক ৫৫ কিলোমিটার আড়িয়াল খাঁ নদের তীর সংরক্ষণ ও ড্রেজিং এবং ৩২৮ কোটি টাকা ব্যয়ে চার দশমিক ৯৮ কিলোমিটার চরভদ্রাসন পদ্মা নদীর ডান তীর সংরক্ষণ ও ড্রেজিং প্রকল্পগুলো শেষ করে জেলার পানি উন্নয়ন বোর্ড।

এছাড়া, ৪৮১ কোটি টাকা ব্যয়ে মধুমতী নদীর বাম তীর ভাঙ্গন রক্ষায় বাঁধ ও ড্রেজিংয়ের সাড়ে সাত কিলোমিটার বাঁধ প্রকল্পের ভিত্তি প্রস্থর স্থাপন করা হয়।

ভার্চ্যুয়ালি চলা প্রধানমন্ত্রীর এই অনুষ্ঠানে ফরিদপুর অংশে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক (ডিসি) কামরুল আহসান তালুকদার, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী পার্থ প্রতিম সাহা, সদর উপজেলা চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্লা, জেলা আওয়ামী লীগ সভাপতি শামীম হক প্রমুখ।

প্রকল্প এলাকার বাসিন্দাদের প্রত্যাশা মধুমতীর এই ভাঙ্গন রোধে প্রকল্পটি সঠিকভাবে বাস্তবায়ন হলে রক্ষা পাবে তাদের ভূ-সম্পত্তিসহ সরকারি স্থাপনা। সরকার এই প্রকল্প নেওয়ায় খুশি তারা।  

ফরিদপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী পার্থ প্রতিম সাহা বলেন, মধুমতীর নদীর তীর সংরক্ষণ বাঁধটি স্থায়ীভাবে নির্মাণ হলে ওই এলাকার মানুষের ফসলি জমি, বাড়ি-ঘরসহ সরকারি সম্পদ রক্ষা পাবে। দীর্ঘদিন তারা নদী ভাঙনের কবলে ছিল। প্রতি বছর বর্ষা মৌসুমে তাদের ভূ-সম্পদ ক্ষতি হত।

তিনি বলেন, যে তিনটি প্রকল্প বাস্তবায়ন হয়েছে এতে সেখানকার কৃষি ও নদী পাড়ের মানুষ সুফল পাবে।

বাংলাদেশ সময়: ২০০৪ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০২৩
এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।